মৌলভীবাজারে ডাকাত ফখরুল গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারে দুর্ধষ ডাকাত ফকরুল অরফে ফহর ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের সদর উপজেলার আপার কাগাফলা ইউনিয়নের কাগাফলা বাজার থেকে ডাকাত ফহরকে আটক করেন মডের থানার এএসআই রায়হান ও এএসআই রেজাউল করিম। ডাকাত ফকরুল (ফহর) ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি দুর্ধষ ডাকাতি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। ডাকাত ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আ: আজিজ মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *