ভারতীয় হাইকমিশনের ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম উদ্বোধন

করোনাভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকার পর ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম আবার চালু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ‘আমরা ফিরে আসছি’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রমের পোর্টাল ও লোগো উদ্বোধন করেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই আন্তর্জাতিক যুব বিনিময় কর্মসূচিটি ভারত ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি যুব সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকের অংশ। কোভিড মহামারির কারণে গত দুই বছরে তরুণদের জন্য এ ধরনের কোনো বিনিময় কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি।

Leave a Reply