বড়লেখায় ২য় ধাপে বন্যার্তদের সহযোগিতা সম্পূর্ণ করলো ইনসাফ রক্ত দান 

শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি

২৩ জুন,(বৃহস্পতিবার) ইনসাফ রক্ত দান ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবু সায়েমের পৃষ্ঠপোষকতায় বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কয়েকটি পানি বন্ধি গ্রামের ক্ষতিগ্রস্থ ও অসহায় ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার(ব্রেড,বিস্কুট,চিড়া) এবং একবেলার খাবার হিসাবে প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যদের মাঝে প্রায় ৬০০ বক্স বিরিয়ানী উপহার হিসাবে বিলিয়ে দেওয়া হয়েছে ॥

এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা’র সম্মানিত উপদেষ্টা আমেরিকা প্রবাসি ‘মোহাম্মদ আবু সায়েমের প্রতি আজকের এই বন্যার্ত মানুষগুলার মুখে উপহারটুকু দেওয়ার জন্য সম্পূর্ণ আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য ॥

এতে সংগঠনের নেতৃবৃন্দ সর্বপরি লাখো-কোটি শুকরিয়া জানান মহান রাব্বুল আল-আমিনের নিকট আমাদেরকে এই রকম মানবিক কাজের মন-মানসিকতা দেওয়ার জন্য।

এ সময় ইনসাফের নেতৃবৃন্দ বলেন, আমরা ৩য় ধাপে আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে চাচ্ছি,মানবিক স্বার্থে আমাদেরকে আর্থিক সহায়তা করেন।

এসময় দেখা গেছে পানি বন্দি মানুষ গুলো উপহার সামগ্রী পেয়ে তাদের মুখে যেন ফুটেছে এক বিরামহীন হাসি আনন্দ।

Leave a Reply