বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে পেট্রোলপাম্প কর্তৃপক্ষের নিকট নিসচার আবেদনপত্র প্রদান

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ ‘

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে ২২ অক্টোবর ২০২২ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে সড়ক দুর্ঘটনারোধে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রলপাম্প কর্তৃপক্ষকে তেল বিক্রি না করতে লিখিত আবেদন পত্রের মাধ্যমে অনুরোধ জানিয়েছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

মাসব্যাপী কর্মসূচির আজ ১২ তম দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক এবং মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির সদস্য সচিব রমা কান্ত দাসের তত্বাবধানে বিভিন্ন পেট্রোলপাম্প কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল আহমদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিলু দেব নাথ, সাব্বির আবির এবং সাধারণ সদস্য রাজেশ দাস প্রমুখ।

উল্লেখ, এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, মোটরসাইকেল চালকরা হেলমেট পরিধান করতে অনীহা প্রকাশ করেন, তাদের অবহেলার কারণে ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এমতাবস্থায় সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করে সড়ক দুর্ঘটনারোধে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে জ্বালানি তেল বিক্রি করা থেকে বিরত থাকার জন্য পেট্রোলপাম্প কর্তৃপক্ষের নিকট নেতৃবৃন্দরা বিনীত অনুরোধ জানান এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *