বড়লেখায় বন্যার্তদের মাঝে ভাদেশ্বরী বাড়ির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে রয়েছেন প্রায় দুই লক্ষাধিক মানুষ। পানিবন্দী এসব মানুষের দিন কাটছে সীমাহীন কষ্টে, অনেকেই ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে বেশিরভাগ মানুষ নিজেদের ঘরে হাটু-কোমর সমান পানি থাকা সত্ত্বেও ভিটে-মাটিতেই কষ্টে দিন অতিবাহিত করছেন। পানিতে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার ফলে হাট-বাজারেও যেতে পারছেন না অনেকেই। এজন্য খাদ্যকষ্টে মানুষের ভোগান্তির শেষ নেই। বন্যায় ক্ষতিগ্রস্ত খাদ্যকষ্টে থাকা ওইসব পরিবারের মাঝে ভাদেশ্বরী বাড়ির পক্ষ হতে ভাদেশ্বরী বাড়ির সকল প্রবাসীদের অর্থায়নে ও ভাদেশ্বরী বাড়ির ব্যবস্থাপণায় উপজেলার সুজানগর ইউপির বারহালি, পাটনা, চরকোনা গ্রামের ক্ষতিগ্রস্ত একশত আট পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়।

বিতরণকার্যে উপস্থিত ছিলেন ভাদেশ্বরী বাড়ির হাজী আজিজুর রহমান, ছইদ উদ্দিন, হাজী মনির উদ্দিন, হাজী মঈন উদ্দিন, নুরুল ইসলাম, নূর আহমদ, আলী আহমদ, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, তাহেরুল ইসলাম,ফয়সাল মাহমুদ (সাংবাদিক), শফিকুল ইসলাম, তোফায়েল আহমেদ লিপন, কাওসারুল ইসলাম, দেলোয়ার হোসেন সামি, তাওহিদুল ইসলাম, রাফি, মাশরাফি। ভাদেশ্বরী বাড়ির উপহার পেয়ে উপহারভোগী বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকজন অভিমত জানান, পানিবন্দী হয়ে অনেকের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেকে পানির কারণে বাড়ি থেকে বের হয়ে খাদ্যসামগ্রী কিনতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় ভাদেশ্বরী বাড়ি দুর্গত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছেন। কোথাও নৌকা যোগে, কোথাও কোমর সমান পানি মাড়িয়ে পানিতে নেমে ত্রাণের বস্তা কাঁধে করে নিয়ে পানিবন্দী মানুষের প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো: চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, কামাল সাবান, নাপা ঔষধ, ওরস্যালাইন, বিস্কুট, ফ্রেশ পানি।

Leave a Reply