দেখে নিয়েন কত টাকা দাম বড়লেখার ভোল্টুজারের

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

কোরবানির ঈদ কে সামনে রেখে জমে উঠেছে খামারে বিভিন্ন জাতের গরু। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৬নং ওয়ার্ড পানিদারে আলিশা ডেইলি ফার্মে রয়েছে দেশি বিদেশি নৃতূনতুন গরুর সমাহার।
আলিশা ডেইলি ফার্মের
প্রাঃ আব্দুর রহিম মোঃ ইমতিয়াজ চৌধুরী বলেন আমার খামারে প্রায় সর্বমোট ২৬ টি ছোট বড় গরু রয়েছে
তবে সবচেয়ে বড় গরুরটির নাম তিনি দিয়েছেন বড়লেখার ভোল্টুজার যার মুল্য তিনি এখনো নির্ধারিত করেন নি তবে এটি ক্রয় করার জন্য প্রতিদিন জমেউটছে মানুষের উপচেপড়া ভীড়।

এক সাক্ষাৎ কারে আব্দুর রহিম মোঃ ইমতিয়াজ চৌধুরী বলেন আমি প্রায় ৩ বছর ৬ মাস যত্নসহকারে ভোল্টুজার কে আজ এ পর্যায় নিয়ে এসেছি। তবে এখন পর্যন্ত আমার মনের মত দাম পাইনি বলে আমি হতাশ। তিনি যারা গরু বিক্রি করেন তাদের উদ্দেশ্যে বলেন, যারা প্রান্তিক খামারী তাদের কে বাচাঁনোর জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের চেষ্টায় হয়ত বা অনেক প্রান্তিক খামারী বাঁচতে পারবে। বা আরো খামার তৈরিতে উৎসাহ পাবে।

বড়লেখার ভোল্টুজার কে ক্রয় করতে যোগাযোগ করুন।

আলিশা ডেইলি ফার্ম,
প্রাঃ আব্দুর রহিম মোঃ ইমতিয়াজ চৌধুরী।
প্রয়োজনেঃ 01765216354.

ফানিদার ৬নং ওয়ার্ড বড়লেখা পৌরসভা

Leave a Reply