দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় এর সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপহেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরী, শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, প্রকৌশলী শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী আমিনুল ইসলাম ভূইয়া, ইউপি চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, আব্দুর রশীদ তালুকদার, ইয়াছিন আরাফাত রবিন, বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব, রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, বিজয় বুনার্জী প্রমূখ।

এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বর্ষা মৌসুমে বজ্রপাত, পাহাড়ী ঢল ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply