জুড়ী ও বড়লেখা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ

উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক মৌলভীবাজারের জুড়ী এবং বড়লেখা উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ।

জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান আজ শনিবার (১৮ জুন) উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় জুড়ী এবং বড়লেখা উপজেলার দুর্গত এলাকা পরিদর্শন।

এ সময় তিনি সদ্য প্লাবিত জুড়ি এবং বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দুর্গতদের সাথে কথা বলেন এবং শুকনা খাবার স্যালাইন বিতরণ করেন।

পরিদর্শনকালে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার, উপজেলা নির্বাহী অফিসার জুড়ী ও বড়লেখা সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তাদের সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

Leave a Reply