উফ্! অসহ্য ভ্যাপসা গরম,বিপর্যস্ত জনজীবন

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখায় শ্রাবণের খরতাপে উফ্! অসহ্য ভ্যাপসা গরম!বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের অসহনীয় তাপদাহে মানুষ ঘরেও টিকতে পারছেন না।

খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন হয়ে উঠেছে রীতিমতো অসহনীয়।প্রখর রোদের মধ্যে কাজ করে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন বলে ধারনা করা হচ্ছে।

রিকশা রেখে শহরের শহীদ মিনারের মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে ছায়ায় দাঁড়িয়ে থাকা চালক আ্দুল মানাফ জানান, অসহ্য গরমে তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না রিকশা চালানো। তাই ছায়ায় দাঁড়িয়ে আছেন তিনি।

অপর এক রিকশাচালক বলেন, অসহ্য গরমে রিকশা চালাতে পারছি না। কিছুক্ষণ চালালে পানির তৃষ্ণা পায়।

নেই বাতাস, ঘরের বৈদ্যুতিক পাখার বাতাসও গরম। বাইরের আবস্থা আরও ভয়াবহ, রোদের তাপ, আর গরমে শ্রমজীবী মানুষের যেন নিস্তার নেই। ঘেমে একাকার, অসহ্য গরমে যেন নাভিশ্বাস উঠেছে বড়লেখাবাসীর। শুধু যে কেবল শহরের এ অবস্থা তা নয়, গ্রামেও একই অবস্থা বিরাজ করছে।

বড়লেখা বাজারের পি সি স্কুল মার্কেটের কাপড় ব্যবসায়ী কবির আহমদ বলেন, সারাদিন দোকানে বসে থাকলেও ক্রেতার সংখ্যা তেমন নেই। গরমের কারণে মানুষ ঘর থেকে বের হতেই চাইছে না। নিতান্ত কাজ না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *