শেখ জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৭ জুলাই ২০২২ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মৌলভীবাজার জেলা শাখার সাবেক সমন্বয়ক ও বর্তমানে জেলা কমিটির সদস্য এবং জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বদরুল হোসেন বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ জুলাই ২০২২) বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর আহবায়ক ও সাবেক সাংসদ এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন সভাপতিত্বে এক সভায় ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হলে তিনি এ পদে ২য়বারের মতো নির্বাচিত হন।
সভা পরিচালনা করেন এসোসিয়েশনের সদস্য সচিব এডভোকেট মোঃ খোরশেদ আলম।
বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর ৩ বছরের জন্য নবগঠিত কমিটি নিম্নরূপ :
সভাপতি সাবেক সাংসদ এডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, সহসভাপতি এডভোকেট আব্দুল্লাহ শাহাদাৎ খান, এডভোকেট একেএম আজিজুর রহমান, এডভোকেট মো: আব্দুল বারী, এডভোকেট জয়শান্তা বিকাশ বড়ুয়া, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম, এডভোকেট মো: ফজলে করিম, এডভোকেট মো: মাসুম খান, এডভোকেট এম শফিকুর রহমান, এডভোকেট অমল চন্দ্রনাথ, এডভোকেট মো: আশ্রাফ উদ্দিন, এডভোকেট সাদিক হোসাইন; সেক্রেটারি জেনারেল (মহাসচিব) এডভোকেট মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব এডভোকেট সিদ্দিকুর রহমান মিয়া, কোষাধ্যক্ষ এডভোকেট মো: আকবর হোসাইন, ডেপুটি সেক্রেটারি জেনারেল এডভোকেট হুমায়ুন কবীর, এডভোকেট মো: জাকারিয়া খান স্বপন, এডভোকেট মো: নূরুল আনোয়ার, এডভোকেট অাহসানুল্লাহ, এডভোকেট জিএম গোলাম রসুল, এডভোকেট মো: মাতলুব হোসাইন, এডভোকেট কমরেড বদরুল হোসেন, এডভোকেট মো: মোশাররফ হোসেন, এডভোকেট শাহীন আহমদ, এডভোকেট মো: শামসুল আলম ও এডভোকেট ফকির আবু হাসান মোহাম্মদ ইউসুফ; সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: জাহাঙ্গীর অালম, সাংস্কৃতিক সম্পাদক বিএন দুলাল, তথ্য ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মো: অানোয়ার হোসেন, আইন সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মো: বদিউজ্জামান এবং দপ্তর সম্পাদক এডভোকেট মিয়া মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাকসেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব আবদুল মজিদ মল্লিক, বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বাংলাদেশ ট্যাকসেস বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মোঃ আবু আমজাদ, বাংলাদেশ ট্যাকসেস বার এসোসিয়েশনের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জাকারিয়া খান (স্বপন)।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মৌলভীবাজার জেলা কমিটির সদস্য ও জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমরেড বদরুল হোসেন বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এবং একইসাথে তিনি বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর ৩ বছরের জন্য নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকেও শুভেচ্ছা জানান।