বাংলাদেশ প্রতিক্ষণঃ
সুনামগঞ্জ ইতিমধ্যে বিচ্ছিন্ন
সুনামগঞ্জ ও ছাতকের পাওয়ার গ্রিড বন্ধ করা হয়েছে। ওখানকার মানুষের জীবনের কী অবস্থা তা সুনামগঞ্জের মানুষ ছাড়া কেউ বলতে পারবে না।
সর্বশেষ সিলেট কুমারগাও পাওয়ার গ্রিড। এটি রক্ষা করা বা চালু রাখা না গেলে, পুরো সিলেট কলাপ্স করবে।
গ্যাস স্টেশন, মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, জরুরি সেবা সবই হুমকির সম্মুখীন। এ বন্যা সিলেটের ইতিহাসে বিরল।
সিলেটের সীমান্তবর্তি এলাকা কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এর মানুষের ঘর বাড়ি, ফসলি জমি, দোকান পাট, গবাদিপশু সব ডুবে গেছে বা কারও কারও ভেসে চলে গেছে।
প্রাণের শহর সিলেট আজ,
গভীর জলের তলানীতে।
ধন্যবাদ সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ কে বন্যা কবলিত মানুষের পাশে দাড়াঁনোর জন্য।