সিলেটি দম্পতির ‘মাদক ব্যবসা’ অতঃপর….

 

স্টাফ রিপোর্টার::

সিলেটের এক দম্পতিকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আঃ রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪১) ও শফিকুল ইসলামের স্ত্রী মোছা. সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।

র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযানকালে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ সিলেটের এক দম্পতিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।