ডেস্ক রিপোর্টঃঃ
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৮ বোতল বিদেশী মদসহ এক জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
গত বুধবার (১লা জনুয়ারি) দিবাগত রাতে এয়ারপোর্ট থানাধীন বড়শালা মডেল বাইপাস এলাকা থেকে এসব মাদক জব্দ করে এয়ারপোর্ট থানা পুলিশ।
গত ০২/০১/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০.৩৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/জুয়েল চৌধুরী সঙ্গীয় এএসআই(নিঃ)/
মোঃ রহিম উদ্দিন এবং রাত্রীকালীন সিয়েরা ৩৩ ডিউটির এএসআই(নিঃ)/ঝন্টু কুমার দেবনাথ ও ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিতিত্তে এয়ারপোর্ট থানাধীন বড়শালা মডেল বাইপাস রোডে বাইপাস পয়েন্টস্থ হাজী রশিদ আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে আটককৃত সিএনজি, যার রেজিঃ নং-সিলেট থ-১২-০২৩৮ এর চালক ধৃত আসামী ১। মোঃ সাগর আহমদ (৩০), পিতা-মৃত সফু মিয়া, সাং-মনতলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-বড়শালা (সুন্দর আলীর বাসা, সিলেট ক্লাব সংলগ্ন), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করাকালে আসামীর দেখানো মতে তার চালিত সিএনজির পিছনের ইঞ্জিন কাভারের ভিতর দুই পাশে বিশেষ কায়দায় রক্ষিত চেসিসের উপর প্লাষ্টিকের বাজারের ব্যাগ দ্বারা মোড়ানো রশি দিয়ে বাধা অবস্থায় নিজ হাতে বের করে দেওয়া মতে মোট ৪৮ (আটচল্লিশ) বোতল বিদেশী মদ (যাতে ইংরেজিতে ROYAL STAG DRLUXE WHISKY সহ অন্যান্য লেখা রয়েছে), পরিমান-১৮ লিটার, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/- (আট চল্লিশ হাজার) টাকা এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যার রেজিঃ নং-সিলেট থ-১২-০২৩৮ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-০১, তাং-০২/০১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।