সিলেটে মঞ্চ মাতাবেন তারকারা

বিপিএল মিউজিক ফেস্ট::–

ডেস্ক রিপোর্টঃঃ

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ (বিপিএল) ২০২৪-এর অন্যতম আকর্ষণীয় মুহূর্ত আসছে সিলেটে, যেখানে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট।

ঢাকার পর এবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই সঙ্গীত উৎসব, যেখানে পারফর্ম করবেন দেশের বিখ্যাত রক সংগীত শিল্পী জেমস এবং আসিফ আকবর।

ঢাকায় বিপিএল মিউজিক ফেস্টের প্রথম আয়োজনে পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। তবে সিলেটে অনুষ্ঠানে রাহাত ফতেহ আলী খান থাকছেন না।

 

তার পরিবর্তে মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি জেমস এবং গায়ক আসিফ আকবর। তাদের সঙ্গে পারফর্ম করবেন মুজা, সঞ্জয় এবং তোশিবা।

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান৷ সর্বোচ্চ চার হাজার টাকায় মিলবে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। ১৫০০ টাকায় মিলবে সিলভার ক্যাটাগরির টিকিট। ৫০০ টাকায় মিলবে গ্যালারির টিকিট।

অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট। কনসার্টের গেট খোলা হবে দুপুর আড়াইটায়। গেট বন্ধ হবে বিকাল পাঁচটায়।

বিপিএলে মাঠের লড়াই শুরু হবে আগামী ৩০শে ডিসেম্বর। তবে এর আগে শুরু হয়েছে মিউজিক ফেস্ট। ঢাকা পর্বের সমাপ্তির পর এবার সিলেটে আজ (২৫শে ডিসেম্বর) অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট।