বাংলাদেশ প্রতিক্ষণঃ
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশব্যাপী চাল খোলা বাজারে (ওএমএস) শুরু হয়েছে।
এই কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ৩০ টাকা কেজি দরে
ওএমএস কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদের মাঝে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। স্বল্প আয়ের মানুষদের মাঝে অল্প দামে খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কে সরজমিনে গিয়ে দেখা যায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ডিলার মো. জাকির মিয়ার দোকান থেকে সাধারণ মানুষজন লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন। সকাল সাড়ে ৯ থেকে ডিলার জাকির মিয়ার ডিলারে ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম শুরু করেন।
ওএমএস এর চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তদবির হোসেন, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, বিশিষ্ট ব্যবসায়ী ডিলার মো.জাকির মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
৩০ টাকা কেজি দরে চাল পেয়ে সাধারণ মানুষ আনন্দিত। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।