শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয় সবাই।
শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ার মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়া
যুবকরা উপস্থিত ছিলেন।
এ সময় ৫ জনের মাঝে ২ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৪ জনকে দেয়া হয় ৪০ হাজার টাকা ও এক জনকে ৬০ হাজার টাকার চেক। এছাড়াও ৩০ জনের মাঝে সনদ বিতরণ করা হয়।