শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও ভাতা প্রদান অনুষ্ঠান

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার আওতাধীন ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী উদ্যোক্তাদের সংবর্ধনা, উদ্বুদ্ধকরণ কর্মশালা ও ভাতা প্রদান অনুষ্ঠান।
গত ২৪শে জুন শনিবার শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম ভাতা প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষনপ্রাপ্ত ১৫০ জন প্রশক্ষনার্থীর হাতে মোট ১২ লক্ষ ৯৫ হাজার ৯৫০ টাকা ভাতা তুলে দেয়া হয়। এছাড়াও সংবর্ধিত ৫ জন সেরা উদ্যোক্তা ও ৫ জন সেরা প্রশিক্ষনার্থীর হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।
জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজারের চেয়ারম্যান রেজিয়া রহমানের সভাপতিত্বে ও প্রশিক্ষণ কর্মকর্তা খন্দকার খালেদ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।
১৫০ জন নারী উদ্যোক্তাদের মধ্যে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে মেহরাব জেরিন আহমেদ, রুমা আক্তার, মুক্তি রাণী স্বর্নকার, লাকী আক্তার, সাথী বোনার্জী।
সেরা প্রশিক্ষনার্থীর পুরস্কার পেয়েছে ক্যাটারিং এ দীপা আক্তার, ইন্টেরিয়রে রিপা আকার, বিজনেস ক্যাটাগরিতে মমতা বেগম, ফ্যাশন ডিজাইনে রোকেয়া বেগম, বিউটিশিয়ানে সোনিয়া আক্তার মেরিন।