শ্রীমঙ্গলে অনুশীলন চক্রের আমন্ত্রণে সাংবাদিকদের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার , শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পহেলা বৈশাখ উপলক্ষে অনুশীলন চক্রের আয়োজন শহরের ভিক্টোরিয়া মাঠ শিশু উদ্যানে তিনদিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুশীলন চক্রের আয়োজিত বর্ষবরণে হাজার বছরের কৃষ্টি ঐতিহ্য বয়ে নিয়ে আসে বাংলা নববর্ষ। গভীর থেকে গভীরভাবে,হতে চাই বাঙালি,এগিয়ে নিয়ে যেতে চাই বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে। এই ভাবনায় ১ বৈশাখ থেকে ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বর্ষে বর্ষবরণ উৎসব আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে শিশু উদ্যানে মাঠে বর্ষবরণ মুক্ত মঞ্চের সামনে বৈশাখের ২য় দিনে সাংবাদিকদের নিয়ে
মতবিনিময় সভার আয়োজন করেন ,হাফিজুর রহমান তুহিন,আহ্বায়ক, বৈশাখী উদযাপন পরিষদ এসময় সহযোগী হিসেবে ছিলেন , রুবেল আহমেদ
শ্রীমঙ্গল বৈশাখী উদযাপন পরিষদের গণমাধ্যম উপ-কমিটির আহবায়ক। অনুশীলন চক্রের নেতৃবৃন্দ ছাত্রছাত্রী প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক সহ অন্যান্য টেলিভিশন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মী।
উক্ত সভায় অংশ গ্রহন করে বক্তব্য পেশ করেন,হাফিজুর রহমান চৌধুরী তুহিন, উপজেলা, বিএনপি যুগ্ম আহবায়ক – মো: ফুয়াদ ইসলাম বিএনপি নেতা, যুগ্ম সদস্য সচিব – সাইদ তামিম। গণমাধ্যম উপ কমিটির আহবায়ক রুবেল আহমেদ। সাবেক, ছাত্রদল নেতা মুজিবুর রহমান তপন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য পেশ করেন, মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র রিপোর্টার পলাশ চৌধুরী, দৈনিক ভোরের ডাক শ্রীমঙ্গল প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন বাচ্চু, যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি, শফিকুর ইসলাম রুম্মন, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার, তিমির বনিক, গোলাম কিবরিয়া এছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ,রুমন,আলআমীন,জালাল উদ্দিন, জহিরুল ইসলাম সুহেল প্রমুখ। জানাগেছে, অনুশীলন চক্রের আয়োজনে,শ্রীমঙ্গলে এক প্রশংসনীয় কাজ হিসেবে দেখছেন সাধারণ জনগণ, বৈশাখ নতুন উৎসবে দেখা গেছে শিশুদের বিনোদনের মহল, এতে আনন্দিত উৎসবে অংশ গ্রহনকারী সাধারণ জনগণ,এসময় অনুশীলন চক্রের আয়োজকেরা বর্ষবরণ উৎসবকে আরো বেগবান ও প্রাণবন্ত করতে,সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরিশেষে সবাইকে নিয়ে এক স্মৃতিচারণ হিসেবে আলোকচিত্র তুলে রাখা হয়,পরে চা আপ্যায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সামাজিক, ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ অনুশীলন চক্রের সকল ভলেন্টিয়ারের ছাত্রছাত্রী বৃন্দ প্রমুখ।