মৌলভীবাজার প্রতিনিধিঃ
ঢাকায় বিএনপির সমাবেশে মৌলভীবাজার জেলা যুবদলের ৩ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা যুবদল নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সোমবার সকালে হবিগঞ্জ সড়কস্থ ভূমি অফিস কার্যালয়ের সামনে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের উদ্যোগে নিন্দা ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারুর সভাপতিত্বে ও সদস্য সচিব টিটু আহমেদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদর, শ্রীমঙ্গল পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিদ মিয়া, যুগ্ম আহ্বায়ক, মো. রুবেল, ভুনবীর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ,আশিদ্রোন যুবদলের সাধারণ সম্পাদক মো, আজিদ প্রমূখ।
এছাড়াও সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ঢাকায় বিএনপির সমাবেশ থেকে মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ-দপ্তর সম্পাদক খছরু আহমেদ ও সদস্য সচিব মো. শাহজাহান মিয়া সহ সারাদেশের বিএনপি নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানায় যুবদল নেতাকর্মীরা।