বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক: বহুল আলোচিত ছিদ্দিকুর রহমান মন্টু এর উপর মিথ্যা মামলার জেরে স্ত্রী তাসলিমা আক্তার এর উপর সন্ত্রাসীদের হামলা।
প্রসঙ্গত, ২০১৭সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথম জানুয়ারী রবিবার সকালে ষ্ট্যাশন রোড এর মিতালী ম্যানশনে জান্নাত কসমেটিক্স এন্ড গিফট সেন্টার এর স্বাতাধীকারী ছিদ্দিকুর রহমান মন্টু নামের এক ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরে তিন বোতল বিদেশী মদ, পাঁচশত গ্রাম গাজা, একশগ্রাম হিরোইন ও তিনটি গুলিসহ একটি বিদেশী পিস্তল দিয়ে ফাসানোর অভিযোগ উঠে ও প্রশাসন মামলা দায়ের করে।
ছিদ্দিকুর রহমান মন্টু পলাতক থাকায় তার স্ত্রী তাসলিমা আক্তার কে বরাবর হুমকি দামকি দিয়ে আসছিল, ছিদ্দিকুর রহমান মন্টু কে বের করে আনতে। প্রানের ভয়ে ছিদ্দিকুর রহমান মন্টু এর স্ত্রী তাসলিমা আক্তার প্রশাসনের কাছে অভিযোগ করলে। গত ২৬ মার্চ সকালে ছিদ্দিকুর রহমান মন্টু এর স্ত্রী তাসলিমা আক্তার কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে।
২০১৭ সালের মামলার সূত্রধরে, ২৬ মার্চ সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পথে জিনু কমিশনারের বাসার সামনে তাসলিমা আক্তার কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে গেলেও, পরবর্তিতে মৌলভীবাজার জেলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কোন প্রকার মামলা বা আইনি পদক্ষপ না নিতে চলমান ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে ভুক্তভুগীর অভিযোগ।