মা হতে চাইনি, উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছি: রাধিকা আপ্তে

 

ডেস্ক রিপোর্টঃঃ

সম্প্রতি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। তবে সন্তান লাভের বিষয়টি নিয়ে মোটেই উত্তেজিন নন তিনি। উল্টো জানিয়েছেন, সিদ্ধান্তটা উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে তিনি মা হতেই চাননি।

রাধিকার কথায়, ‘‘আমার মা হওয়ার ব্যাপারটাই একটা বোকামির মতো। উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নেওয়া। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম আদৌ তাতে অটল থাকব কি না ভেবে!’’

অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এ সব নিয়ে কখনই ভাবিনি।

শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না।

কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।”

২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা।

বছর খানেক পর জানা যায় বিয়ে করেছেন তারা। বিয়ের এক যুগ পর গর্ভধারণ করেন তিনি। তবে সেটি তার বা তার স্বামীর পরিকল্পনায় ছিল না বলে উল্লেখ করেন অভিনেত্রী।