শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চন মহোদয়ের পক্ষ থেকে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার পরিচালনায় একশত বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী’র মধ্যে ছিল চাল, মুসরি ডাল, আলু, ফ্রেশ লবণ ও তীর আটা।
সোমবার (২৭ জুন) নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের তত্বাবধানে উপজেলার হাকালুকি হাওরপারের কলারতলী পাড়, পাটনা ও সোনাতুলা গ্রামে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেন সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, প্রকাশনা সম্পাদক ব্যাংকার মারুফ হোসাইন সুমন ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন প্রমুখ।
এসময় এই বিপর্জয়ের মুহুর্তে বড়লেখাসহ দেশের বিভিন্ন এলাকার ভানবাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন এবং বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।