শাহরিয়ার শাকিল,বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি
৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা পাক হানাদার মুক্ত হয়েছিল। ঐতিহাসিক এ দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার পৌরশহরে বিজয় র্যালি, শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণও আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব,নজরুল একাডেমি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সম্মিলিতভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু,নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রাহয়ান রিপন, সাংবাদিক অসিত রঞ্জন দাস,সুলতান আহমদ খলিল,হানিফ পারভেজ,উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ প্রমুখ।