শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার দিবস পালন করা হয়েছে।
বড়লেখা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তারুণ্য নাট্য গোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনুর সভাপতিত্বে ও তারুণ্য নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্রের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তারুণ্য নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য নাট্য সংগঠক নাসের সরকার মনি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখার সাধারণ সম্পাদক সংগীত শিল্পী তপন চৌধুরী,তারুণ্য নাট্য গোষ্ঠীর সহ সভাপতি সাংবাদিক হানিফ পারভেজ, তারুণ্য নাট্য গোষ্ঠীর অন্যতম সদস্য সহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সব কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সত্য ও ন্যায়ের পক্ষে পথ দেখিয়েছে নাট্য ও সংস্কৃতিচর্চা। সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে নাট্য ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলায় গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে গ্রুপ থিয়েটার আন্দোলনের প্রয়াত নিবেদিতপ্রাণ ও করোনাকালে হারানো সব নাট্যব্যক্তিত্বদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।