শাহরিয়ার শাকিল,বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানে ইংরেজি বছরের প্রথম দিন দেশজুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করছে সরকার। মঙ্গলবার (০১ জানুয়ারি) প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে।
বই বিতরণ ও শিশু বরণ অনুষ্ঠানে আজ সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমির শিক্ষার্থীদের মাঝে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম থেকে পঞ্চম শ্রনীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবআলী একাডেমির মূল ক্যাম্পাসের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ১ম ক্যাম্পাসের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক সাংবাদিক শাহরিয়ার শাকিল, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক।