শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ধর্মীয় ও সামাজিক সংগঠন আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখার উদ্যোগে স্হানীয় পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক ‘আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন’ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের সভাপতিত্বে ও গীতিকার কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্বেরাত সম্মেলনে উদ্বোধনি মুনাযাত পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ক্বারী মনোহর আলী সাহেব।
কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেন আফ্রিকার বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ কারী ঈদী শা’বান, শায়খুল কুররা তানজানিয়া কারী রজাঈ আইয়্যুব, তানজানিয়া, আল-আজহার ইউনিভার্সিটির ক্বেরাত বিভাগীয় সহকারী অধ্যাপক শায়খ কারী সালাহ মুহাম্মদ সোলাইমান, মিশর, বিশ্ববিখ্যাত ক্বারী আব্দুল বাসিতের বংশধর শায়খ কারী আহমদ আব্দুল হাফিজ, মিশর,শায়খ ক্বারী মাসুদ শাহাত মুহাম্মদ,শায়খ কারী ইদরিস আবিদা, তানজানিয়া,শায়খ কারী তোফায়েল বিন আহমদ, ভারত,শায়খ কারী আব্বাস,চট্রগ্রাম, বিশ্বজয়ী হাফেজ কারী মুহাম্মদ জাকারিয়া, ঢাকা।
নাশিদ পরিবেশন করেন সংগীত শিল্পী শেখ এনাম, কলরবের কিংবদন্তি সংগীত শিল্পী তাওহিদ জামিল, শামিম আরমান,ওমর ফারুক ও নোমান বিন শিহাব প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ নূরে আলম হামিদী, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা তাজ উদ্দীন, ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল করিম সিআইপি, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা বদরুল ইসলাম, মাওলানা শায়খ রমিজুদ্দীন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ওলিউর রহমান, মাওলানা নজরুল ইসলাম, সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক মুফতি রুহুল আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং দ্বীন দরদী কুরআন প্রেমী তাওহিদী জনতা।