ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে ইমাম মুয়াজ্জিন পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইসরায়েল ও ফিলিস্তিনে মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে শ্রীমঙ্গলের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমআ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডস্থ পেট্টল পাম্প এর সামনে এসে সমাবেশস্থলে মিলিত হয়।

মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদের নির্বাহী সভাপতি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী।

পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ও আজিজুর রহমান সিরাজি এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আয়াত আলী উপদেষ্টা ইমাম মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল মাওলানা এম এ রহীম নোমানী উপদেষ্টা ইমাম মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল সভাপতি হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাওলানা আঃ রহমান সহ সভাপতি ইমাম মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল মাওলানা শাহীদুর রহমান সাংগঠনিক সম্পাদক ইমাম মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল মাওলানা আবুল কাশেম আজাদী সহ সাধারণ সম্পাদক ইমাম মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল মাওলানা আজিজুর রহমান সিরাজি জনাব মাওলানা মফতী আনোয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক ইমাম মুয়াজ্জিন পরিষদ শ্রীমঙ্গল আখতার হোসেন সহ প্রমুখ।

মিছিলে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আক্তার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আমজাদ হোসেন বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জির ও মাদরাসার শিক্ষকগণ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমাহামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সহস্রাধিক মুসল্লিরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’ সহ নানা স্লোগান দেন বিক্ষোব্ধ তাওহিদি জনতারা।