টেলিযোগাযোগ খাতের করপোরেট কর ও ন্যূনতম কর সমন্বয়ের প্রস্তাব করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ বা এমটব। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে সংগঠনটি এ দাবি জানিয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে গতকাল মঙ্গলবার এই প্রাক্-বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এমটবের পক্ষ থেকে টেলিকম-সংক্রান্ত আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বিষয়ে ২১ দফা প্রস্তাব দেওয়া হয় বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাক্-বাজেট আলোচনার বিষয়ে বিজ্ঞপ্তিতে এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, মোবাইল শিল্প খাতের সার্বিক প্রবৃদ্ধি অন্যান্য সব খাতের সার্বিক প্রবৃদ্ধির নির্ণায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ খাতের ওপর আরোপ করা বিবিধ কর দেশের অন্যান্য খাতের চেয়ে অনেক বেশি। এমনকি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়ও এ কর বেশি।