ডেস্ক রিপোর্ট :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ইসির সাথে আজ নির্বাচন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় ৩২টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। যদিও নির্বাচন কমিশনে ১১৮টি সংস্থা নিবন্ধিত রয়েছে। আগামী নির্বাচন সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে আজ এ সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে আমন্ত্রণ পাওয়া পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন-লাইট হাউজের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ, আইন ও সহায়তা কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক নাজমুন নাহার ও অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্ডকার সাইফুল ইসলাম সজল , জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ডেমোক্রেসিওয়াচের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ এবং প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারমা দত্ত। আরও রয়েছেন, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, হিউম্যান রাইটস ডিজএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাজীব শেখ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার এর নির্বাহী পরিচালক মো. জালাল উদ্দিন এবং রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ)-এর চেয়ারম্যান এইএম আব্দুর রাজ্জাক প্রমুখ।বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পর্যবেক্ষক সংস্থা কর্তৃক সুচিন্তিত মতামত ও পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য মতামত ব্যক্ত করা হয়। উক্ত মত বিনিময় সভায় জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে ভোটাররা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। তারা যাহাতে সচ্ছন্দে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে বলে ব্যক্ত করেন।