নিজস্ব প্রতিবেদক::
সিলেট মহানগরীর মিরাবাজার এলাকা থেকে ছিনতাইয়ের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এ সময় ছিনতাইয়ের কাজে ব্যাবহার করা ১টি সিএনজি অটোরিকশা, ১ টি চাকু ও ৪ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
গত শনিবার দুপুরে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার (৯ই মার্চ) এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (মিডিয়া) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৩টার দিকে মো. মনির হোসেন (৩৮) সিএনজি অটোরিক্সায় যাচ্ছিলেন।
এসময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তার গলায় চাকু ধরে নগদ ৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
সিএনজি যাত্রীর চিৎকারে স্থানীয়রা ৩ জনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।