ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রীমঙ্গলে প্রীতম দাশ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন- ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড এলাকা হইতে ঘটনার সহিত জড়িত মুল আসামী প্রীতম দাসকে গ্রেফতার করা হয়। আসন্ন হিন্দু ধর্মালম্বীদের দূর্গা পূজার পূর্বে ফেইসবুক/মোবাইলে এই ধরণের পোষ্ট প্রদান করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করিবে তাহাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

জানা যায়- সম্প্রতি রাষ্ট্র সংস্কার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুম্মার নামাজ, মুসল্লি, আযান ও ইমামদের নিয়ে কটূক্তি করেন।