ট্রাম্পের শপথ অনুষ্ঠানে নেই নরেন্দ্র মোদি

 

ডেস্ক রিপোর্টঃঃ

 

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথির তালিকায় বিশ্বের অনেক নেতার নাম থাকলেও নাম নেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে অতিথি তালিকায় মোদির নাম নাম না থাকার বিষয়টি উঠে আসে।

আগামী সোমবার (২০শে জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্বিতীয় বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আমন্ত্রণ পেলেও তালিকায় স্থান হয়নি বন্ধু দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

অতিথি তালিকায় মোদির নাম না থাকার প্রশ্নে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তিক সরাসরি উত্তর না দিয়ে বলেন, কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকা এখনও দেখিনি।

তবে দুই দেশের সম্পর্ক খুবই ভালো। সম্পর্ক অবনতি হওয়ার মতো এখনও তেমন কিছু ঘটেনি।

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ওপরের সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে। এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে শপথ গ্রহণের আগের দিন ডোনাল্ড ট্রাম্প একটি তারকাবহুল ‘মেক আমেরিকা গ্রেট ভিক্টরি র‌্যালি’ আয়োজন করবেন। এতে বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক এবং ‘ওয়াই.এম.সি.এ.’ গানটির জন্য বিখ্যাত ব্যান্ড ভিলেজ পিপল পারফর্ম করবে বলে জানা গেছে।