মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল।
শ্রীমঙ্গলে ছয়জন চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।
উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সত্তম শ্রেণী শিক্ষার্থী উপজেলার ভূড়ভূড়িয়া চা বাগানের লক্ষী প্রসাদ পালের মেয়ে সৃষ্টি পাল, দশম শ্রেণীর শিক্ষার্থী লক্ষী প্রসাদের মেয়ে বৃষ্টি পাল, ৮ম শ্রেণীর শিক্ষার্থী বাবুল দোষাদের মেয়ে পুর্নিমা দোষাদ। এবং কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী খোকন রবি দাসের মেয়ে তৃষা রবি দাস, ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী ছবিলাল রবি দাসের মেয়ে কেয়া রবি দাস ও একাদশ শ্রেনীর শিক্ষার্থী সৌরভি মৃধা। ছয় জনের পরিবার অস্বচ্ছল থাকায় তাদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হতো না। তাদের পিতা দিনমুজুরি কাজ করেন। কোনমতে জীবিকা নির্বাহ করে।
পরিবারের আর্থিক সংকটের কারনে এদের অনেকে স্কুল বন্ধের দিন মাটি কাটার কাজ করে সংসারের খরচ জোগাতে সহযোগিতা করে। তাদের পরিবারের অস্বচ্ছলতার কারনে কেউ স্কুলে ভর্তি হতে পারছে না কেউ স্কুলের বেতন ঠিকমতো দিতে পারছে না, বই কিনতে পারছে না। তাদের এই দুরবস্থা দেখে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন তাদের সহযোগিতা করতে এগিয়ে আসেন।
বুধবার ৪ অক্টোবর সকালে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হয়।