চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক ঃ
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলে বিকেল ৪টা পর্যন্ত।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বৃহত্তর চন্দরপুর এলাকার প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে পরিদর্শনে আসেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাহ উদ্দিন ভূঞা, ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকের সভাপতি আব্দুর রহমান, ট্রেজারার ফারুক মিয়া, উপদেষ্টা মোস্তফা মিয়া, সমাজসেবী ডা: আব্দুল মুতলিব, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি মকলু মিয়া, ইউপি সদস্য উস্তার আলী, সমাজসেবী ফয়জুর রহমান, নুরুল হুদা, আব্দুল ওয়াহিদ কটই, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, রেজাউল কবির, শিপু ইসলাম প্রমুখ।