ঋণ করে বিদেশি ঋণ শোধ করা হচ্ছে: সিপিডি

বাংলাদেশ এখন বিদেশি ঋণ পরিশোধে প্রতিবছর যে পরিমাণ অর্থ খরচ করছে, তার জন্য নতুন ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। অভ্যন্তরীণ উৎস থেকে আদায় করা রাজস্ব ব্যবহার করে যাবতীয় পরিচালন খরচ মেটানো হয়। রাজস্ব বাজেট থেকে ঋণের সুদাসলের পুরো অর্থের জোগান দেওয়া যাচ্ছে না। ফলে বিদেশি ঋণ পরিশোধে ঋণের ওপর নির্ভরতা বাড়ছে।

গতকাল বৃহস্পতিবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের সরকারি খাতে বৈদেশিক ঋণ এবং পরিশোধের সক্ষমতা: উদ্বেগের কারণ আছে কি?’ শীর্ষক সংলাপের মূল প্রবন্ধে এসব কথা বলা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। রাজধানীর একটি হোটেলে এই সংলাপ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।