নূর মোহাম্মদ সাগর ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
আজ ২৩ জুলাই শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২২। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ সপ্তাহ চলবে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে“নিরাপদ মাছে ভরবে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এ স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় তলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই ২০২২) সকালে শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন প্রমুখ।
এতে স্থানীয় এমপি ও গণ্যমান্য ব্যাক্তিদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেছেন বলে তারা জানান।মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজন মিঠুন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির।
এ সময় উপজেলার প্রিন্ট ও অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগন উপস্থিত ছিলেন।