অসহায় ও পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে সাংবাদিক ফয়েজ উল্যাহ ফায়েল

নিজস্ব প্রতিবেদন

জাতীয় দৈনিক নববানী পত্রিকার সন্দ্বীপ উপজেলার প্রতিনিধি সাংবাদিক ফয়েজ উল্যাহ ফায়েল খান রমজান মাসের আগ থেকে কাজ করে যাচ্ছেন সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এতিম খানা ও হেফজ বিভাগের ছাত্রদের কোরআন শরীফ উপহার দিয়ে।
জানা যায় গত ৩ মাসে সন্দ্বীপ উপজেলার প্রবাসীদের সহযোগিতায় ও তার ব্যক্তিগত ভাবে মোট ৩০০ পিসের বেশি কোরআন শরীফ বিতরণ করেছেন সন্দ্বীপের বিভিন্ন মাদ্রাসা এবং গাছুয়া আমির খান মোহাম্মদ ফেরিঘাট সংলগ্ন মাদ্রাসা আবু হুরায়রা রাঃ নূরানী বিভাগের প্লোর কাজের জন্য ৯ বস্তা সিমেন্ট সহ বিভিন্ন মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

বর্তমান মাহে রমজানে কিছু প্রবাসীভাইদের সহযোগিতায় ৫ অসহায় পরিবার কে এক মাসের ইফতার সামগ্রী উপহার দিয়েছে।

বর্তমান সন্দ্বীপের অবহেলিত এতিম ও অসহায় বাচ্চাদের ঈদ উদযাপন করতে তিনি মহৎ উদ্যোগ গ্রহন করেছেন।
তার ব্যক্তিগত ২০ পিস পান্জাবি সহ প্রবাসী ও মানবিক ভাইদের সহযোগিতা সন্দ্বীপ বিভিন্ন ইউনিয়নের এতিম সহ অসহায় বাচ্চাদের ঈদ উপহার পাঞ্জাবি পৌছে দেওয়া হবে বলে জানান।

তিনি বলেন ৫ জন মসজিদের ইমান,৩ জন বৃদ্ধ ও ৫ জন বাচ্চা সহ মোট ১৩ জনকে পান্জাবি উপহার দেওয়া সম্পন্ন হয়েছে।
অসহায় বাচ্চাদের ঈদ উদযাপন করাতে এমন মহৎ উদ্যোগ গ্রহন করেছেন বলে আমাদের জানান সাংবাদিক ফয়েজ উল্যাহ ফাযেল খান।