প্রবাসী ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্যবসায়ী , মানবাধীকারকর্মী ও বাংলাদেশ প্রতিক্ষন সাংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক মো আলতাফ হোসেন খাঁন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মো আলতাফ হোসেন খাঁন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মো আলতাফ হোসেন খাঁন প্রেস উইং থেকে এই শোক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে প্রকাশক ও সম্পাদক মো আলতাফ হোসেন খাঁন বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় আমরা পাশে আছি। বাংলাদেশ প্রতিক্ষন সংবাদ মাধ্যম থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মো আলতাফ হোসেন খাঁন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। অঞ্চলটি সিরিয়ার সীমান্তবর্তী।