ভুল টার্গেটে মৌলভীবাজারের আইনজীবী সুজন খুন, আটক ৫

স্টাফ রিপোর্টারঃ
মৌরভীবাজারের জজ আদালতের তরুণ আইজীবী সুজন মিয়া হত্যার পরিকল্পনাকীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থনীয় একটি ব্যাংকের সিকিউরিটি গার্ডকে হত্যা করতে এসে হামলাকারীরা ভুল করে আইনজীবি সুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের তদন্তে জানা যায়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার  এম, এম. কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গত ৬ এপ্রিল রাতে তরুণ আইনজীবী সুজন মিয়াকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়াকে হত্যা করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানার মামলা নং-১৫, তাং-০৮/০৪/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড মামলা দায়ের করা হলে পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপসঃ) নোবেল চাকমা এর নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক মিনহাজ উদ্দিন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সামছুল ইসলামসহ একটি বিশেষ টিম থানা এলাকার বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থান থেকে নজির মিয়া (২৫), খুুনের সাথে জড়িত মোঃ আরিফ মিয়া (২৭) হোসাইন আহমদ সোহান (১৯), লক্ষন নাইডু (২৩), আব্দুর রহিম (১৯), কে আটক করেন।
এসময় আটককৃত নজির মিয়া অরফে মুজিব এর হেফাজত থেকে হত্যাকান্ড পরিকল্পনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করে পুলিশ।

পুলিশ জানায়, নজির অরফে মুজিব এর প্রতিবেশী একটি ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ এর সাথে পূর্ব শত্রুতা ছিল। তাই মিসবাহকে হত্যার পরিকল্পনা করে। গত দুই বছর আগে শহরের একটি হোটেলে কাজ করার সময় দুধ ব্যবসায়ী লক্ষনের সাথে পরিচয় হয়। সেই লক্ষণের মাধ্যমে মিসবাহকে টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনা করে মুজিব। মিশন বাস্তবায়নে মিসবাহের ছবি লক্ষণের মোবাইলে পাঠায় মুজিব। ঘটনার ৬ এপ্রিল রাত সাড়ে ১০টায় বানিজ্য মেলায় মুজিবের ভাড়া করা দুষ্কৃতিকারীরা ভিকটিম সুজনকে দেখে মিসবাহ ভেবে মুজিবকে কল দিয়ে বলে তোমার পাঠানো ছবির লোকটিকে খোঁজে পেয়েছি। পরে মুজিব ভিডিও কলের মাধ্যমে দৃস্কৃতিকারী আব্দুর রহিমকে নির্দেশ দেয় হত্যার। পরে পৌরসভার পশ্চিম পাশে মেইন রোড সংলগ্ন একটি ভাসমান ফুসকার দোকানের পাশে ১০/১২জন দুস্কৃতিকারী হামলা চালায় আইনজীবি সুজন মিয়ার উপর। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে তরুণ আইনজীবি সুজন মিয়াকে হত্যা করা হয়।
পুলিশ জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তদন্তের সার্থে এখনই তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।