নিজস্ব প্রতিবেদক ঃ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “কেবল বাংলাদেশ নয়; সারা বিশ্ব এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে অনেক মানুষ চাকরি হারাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কেবল যোগ্যরাই টিকে থাকবে। তাই তোমাদের উচিত নিজেকে দক্ষ করে গড়ে তোলা। আর এই যোগ্যতা অর্জিত হবে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে।” গত ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাহুবল’ (ইউসেব) আয়োজিত ‘ইউসেব ট্যালেন্ট হান্ট-৪.০’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “শুধু পড়াশোনা করলেই সেরা হওয়া যায় না; সেরা হতে হলে বহুমাত্রিক দক্ষতা অর্জনের প্রয়োজন। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের উচিত অন্যান্য সৃষ্টির প্রতি সংবেদনশীল হওয়ার পাশাপাশি নিজ সম্প্রদায়ের প্রতি পারস্পরিক শ্রদ্ধ্বা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।”
ইউসেব এর সভাপতি রাতুল দেব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাহুবল ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুর রকিব, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলমগীর হোসেন, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পংকজ কান্তি গোপ, সানশাইন মডেল হাইস্কুলের পরিচালক এম. শামছুদ্দিন, প্রমূখ। দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার নির্বাচিত ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ‘ইউসেব ট্যালেন্ট হান্ট-৪.০’-এর এবারের স্পন্সর ছিল ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রাক্সিস হবিগঞ্জ’। এছাড়া প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে সম্মাননা স্মারক প্রদান করেন ইউসেব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহনকারী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল, সনদ ও নগদ অর্থ তুলে দেন। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন মডেল হাইস্কুল এবং রানারআপ হয়েছে গ্রিনপার্ক স্কুল অ্যান্ড কলেজ। চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানারআপ দলকে ৭ হাজার টাকাসহ ক্রেস্ট, মেডেল, সনদপত্র প্রদান করা হয়।
সকালে ‘ইউসেব ট্যালেন্ট হান্ট-৪.০’ এর উদ্বোধন করেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ক্যাম্প ইন-চার্জ (সিনিয়র সহকারী সচিব) বাহুবলের কৃতি সন্তান মো. শামীম আল ইমরান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীফ সোবহান সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলী, রাজারবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বেনজীর আহমেদ, প্রমূখ।
উল্লেখ্য, ইউসেব দু’ যুগেরও বেশি সময় ধরে উপজেলার শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও আত্মন্নোয়নের জন্য নানামুখী উদ্যোগ গ্রহন করে আসছে। ফলে বাহুবল উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজে চান্স পাচ্ছেন। এমনকি এ সংগঠনের উৎসাহ উদ্দীপনায় পরবর্তিতে বিসিএস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি খাতে চাকুরীতে প্রবেশ করছেন। ইউসেব এর অন্যতম সংগঠক ও উপদেষ্ঠা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ মাসুম তালুকদার যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন।