লন্ডন প্রবাসী ফজলুল হকের উদ্যোগে।। গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে’র ২য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ।

 

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্কঃ

“হলি সিলেট “পত্রিকার ডিরেক্টর, ও শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব গোলাপগঞ্জের কৃতি সন্তান মোঃ ফজলুল হক ফজলুর সার্বিক সহযোগিতায় ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয়ের হল রুমে শিরিন মোমোরিয়াল ট্রাস্ট ২য় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নসহ আশপাশের একাধিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে । উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আজ বৃহস্পতিবার ২৭ ফ্রেব্রুয়ারী ২০২৫ উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরন ও সার্টিফিকেট প্রদান করা হয়।

আল এমদাদ উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব সিংহ, উপজেলা আইসিটি অফিসার গোলাপগঞ্জ। প্রধান বক্তা: হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন চেয়ারম্যান ৫নং বুধবারী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: গোলাম ফারুক প্রধান শিক্ষক,বানীগ্রাম বহরগ্রাম উচ্চ বিদ্যালয়। মো: শফিক উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক, শিরিন মেমোরিয়াল ট্রাষ্ট ২য় মেধাবৃত্তি পরীক্ষা। মোহাম্মদ এনামুল হক, প্রধান শিক্ষক, মছলম উদ্দিন খান একাডেমি। বিলাল উদ্দিন, প্রধান শিক্ষক, মাটিজুরা উচ্চ বিদ্যালয়। জায়েদুল ইসলাম শিপু, বিদ্যোৎসাহী সদস্য, এডহক কমিটি, আল এমদাদ ডিগ্রী কলেজ। ইউপি সদস্য সালমান কাদের দিপু।

এসময় অতিথিবৃন্দ শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফজলুল হক ফজলু মিয়ার উদ্যোগে চন্দরপুর এলাকায় শিক্ষা সাংস্কৃতি, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ রাস্তা-ঘাট ও অসহায় মানুষদের সহযোগীতা অব্যাহত রেখেছেন। তারা আরোও বলেন, চন্দরপুর এলাকার উন্নয়নে ফজলুল হজের ভূমিকা অপরিসীম। উপস্থিত অতিথিরা ফজলুল হকের সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর এধরনের কাজ মানুষকে প্রতিনিয়ত উৎসাহ উদ্দীপনা প্রদান করবে। বক্তারা ফজলুল হকের সামাজিক জনসেবামুলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকার আহব্বান জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁরই সন্তান মরহুম শিরিনের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আল এমদাদ উচ্ছ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হামিদ।

উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর ২০২৪ ইং গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী আল এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।