শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২জন ওয়ারেন্ভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল থানার এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মো. শরাফত আলীসহ পুলিশ অভিযান চালিয়ে জিআর ৩১৬/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শহরের শাপলাবাগ এলাকার মোস্তফা মিয়ার ছেলে মো. রমজান আলী উরফে চাঁন মিয়া এবং জিআর ১৭৭/১৭ (শ্রীঃ) এর ওয়ারেন্ট ভূক্তপলাতক আসামি উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুর দিঘিরপাড় গ্রামের মফিজ উল্লাহর ছেলে  মালেক মিয়া (২৫) কে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌরভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।