শ্রীমঙ্গলে ৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন
স্টাফ রিপোর্টার:
শ্রীমঙ্গল শহরবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। শহরের যানজট নিরসনে ৩৫০ কোটি টাকার বাইপাস সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন প্রকল্প অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন শহরের ৩৫০ কোটি টাকার এ প্রকল্পটি গত রোববার (২ ফেব্রুয়ারি) একনেক বৈঠকে অনুমোদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
‘শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত করতে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এ প্রকল্প অনুমোদনের ফলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পর্যটকদের চলাচল আরও সহজ হবে।’ তিনি আরও জানান, এখন কিছু টেকনিক্যাল কাজ বাকি রয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে। শুধু বাইপাস সড়কই নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য একটি সেচ প্রকল্পও অনুমোদিত হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া।’
সভায় উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব, সাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু চৌধুরী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহিতা, ব্যবসায়ী, বিভিন্ন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এদিকে শ্রীমঙ্গলের এই বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলের বাসিন্দারা আশা করছেন, বাইপাস সড়ক ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়ন শহরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।