সিলেটে পৌনে তিন কোটি টাকার চোরাই পণ্য জব্দ

 

ডেস্ক রিপোর্টঃঃ

পৃথক পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা পৌনে ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুচিয়া এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা ।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আটককৃত চোরাই পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।