ডেস্ক রিপোর্টঃঃ
জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ। রোববার রাজধানীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন, ‘মিজানুর রহমান আজহারী বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে। এত সাহস সে কোথায় পায়। এই মিজানুর রহমান আজহারীর জন্য সারা বাংলাদেশের মানুষ কানছে, কানছে না? যখন (তাকে) স্বেরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায়, সবাই আমরা আফসোস করছি।’
তিনি বলেন, ‘জামায়াতকে যখন ওই যে ২৮ অক্টোবর পিটায়ে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা এক সাথে কাজ করি নাই? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে। যে জিতবে, সে জিতবে।’
আজহারীকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে যুবদল নেতা বলেন, ‘উনার (আজহারী) দুঃখ প্রকাশ করতে হবে। কারণ উনি মাথায় টুপি লাগায়া, এই যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামায়াতের পক্ষে কথা বলে। আপনে জামায়াতের পক্ষে কথা বলা বন্ধ করেন। না হলে এ দেশের মানুষ এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হেস্তনেস্তের শিকার হবেন।’
আজহারীকে দেশছাড়া করার হুঁশিয়ারি দিয়ে সাজ্জাদুল মিরাজ বলেন, ‘এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে, অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, বিএনপিকে বকবেন না আপনি। তাহলে কিন্তু হেস্তনেস্তের শিকার হবেন। আবার যেকোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান।’
প্রসঙ্গত, সম্প্রতি যশোরে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, ‘একদল খাইছে, আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।’ উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করতে গিয়ে তিনি একপর্যায়ে এ কথা বলেন। কোনো দলের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য নিয়ে সমালোচনা করেন বিএনপির অনেক নেতাকর্মী। সেই ইস্যুতে এবার কথা বললেন সাজ্জাদুল মিরাজ।