ইমজা’র নতুন সদস্য আহ্বান

 

ডেস্ক রিপোর্টঃঃ

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের জন্য নতুন সদস্য আহ্বান করা হয়েছে।গত বৃহস্পতিবার (২রা জানুয়ারি ) ইমজার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সিলেটে দায়িত্বরত দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত রিপোর্টার ও ক্যামেরাপার্সনগণ ইমজার সদস্য হতে আবেদন করতে পারবেন। সদস্য হতে ইচ্ছুকদের সিলেট নগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সিটির নবম তলায় ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

আগামী ৭ই জানুয়ারির মধ্যে ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। একই সময়ে ইমজার সদস্যপদ নবায়নের কার্যক্রমও চলবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।