সিলেট ও সুনামগঞ্জে ৫৩ লক্ষ টাকার চোরাই পণ্য আটক

 

ডেস্ক রিপোর্টঃঃ

সিলেট ও সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ৫৩ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, মিনাটিলা, তামাবিল, পান্থুমাই, প্রতাপপুর এবং কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থানকাপড়, চিনি, কমলা, চকলেট, বিস্কুট, মদ, বিয়ার এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৩ লক্ষ ২০ হাজার ৯৪০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।