————————————
নিজস্ব প্রতিবেদকঃ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ। সোমবার ১৬ই ডিসেম্বর সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মহান বিজয় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সোসাইটির সভাপতি আব্দুল মুক্তাদীর এর সভাপতিত্বে ও সহ—সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন— দেশ আজ স্বাধীন, লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি। আজকে বিজয় দিবসে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণ করছি। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো সবার দায়িত্ব ও কর্তব্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুনরা যেই নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে সেটা আমাদের রক্ষা করতে হবে। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন— সোসাইটির সিনিয়র সদস্য ইজাজুল হক এজাজ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, শাহান আহমদ নাজু, বাবুল খান মুন্না, আব্দুস সামাদ, মুন্নি খানম প্রমুখ।