.
গোলাপগঞ্জ প্রতিনিধি: “হলি সিলেট “পত্রিকার ডিরেক্টর, লন্ডন প্রবাসী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও দানশীল ব্যক্তিত্ব গোলাপগঞ্জের কৃতি সন্তান ফজলুল হক ফজলুর সার্বিক সহযোগিতায় চন্দরপুরে শিরিন মোমোরিয়াল ট্রাস্ট ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টায় আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের ও আশপাশের ৫টি বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাবৃত্তিক পরীক্ষা চলাকালীন সময়ে হলরুম পরিদর্শন করেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সফিক উদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হামিদ, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সামছুল আলম কয়েছ, আল এমদাদ ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য জায়দুল ইসলাম শিপু, ইউপি সদস্য সালমান কাদের দিপু, সমাজসেবী আবুল কাশেম, মশকুর আহমেদ, এমাদ উদ্দিন প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফজলুল হক ফজলু মিয়ার উদ্যোগে চন্দরপুর এলাকায় শিক্ষা সাংস্কৃতি, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ রাস্তা-ঘাট ও অসহায় মানুষদের সহযোগীতা অব্যাহত রেখেছেন। তারা আরোও বলেন, চন্দরপুর এলাকার উন্নয়নে ফজলুল হজের ভূমিকা অপরিসীম। উপস্থিত অতিথিরা ফজলুল হকের সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর এধরনের কাজ মানুষকে প্রতিনিয়ত উৎসাহ উদ্দীপনা প্রদান করে অনেকেই এগিয়ে আসবেন বলে মত প্রকাশ করেন। বক্তারা ফজলুল হকের সামাজিক জনসেবামুলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকার আহব্বান জানিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।