শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্টিত

স্টাফ রিপোর্টার

চা’য়ের রাজধানী হিসাবে পরিচিত পর্যটন নগরী শ্রীমঙ্গলে হাজারও মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৪) অনুষ্ঠিত হয়েছে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মুবারক র‌্যালি।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) এ র‌্যালিতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা মাঠে শ্রীমঙ্গলের বিভিন্ন গ্রাম-অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন।

কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.)-এর মধ্য দিয়ে র‍্যালিপূর্ব আলোচনা সভা সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে মাদরাসা হল রুমে আলোচনা করেন স্থানীয় আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা তালামীযের সভাপতি রাকিবুল ইসলাম সালেহ্ ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
র‌্যালিপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল আলিয়া মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমেদ সালেহ, উপজেলা আল ইসলাহ সহ সাধারন সম্পাদক মাওলানা মো. রাশিদ আলী, পৌর আল ইসলাহ সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী, পৌর আল ইসলাহ সাধারন সম্পাদক মাওলানা মো. শামসোদ্দোহা খাঁন আবু বকর, পৌর আল ইসলাহ সহ সাধারন সম্পাদক মো. ফয়েজ উদ্দীন, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সভাপতি ছাত্রনেতা আবুল কাশেম, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মো. রুমেন চৌধুরী।

শ্রীমঙ্গল শহর তালামীযের সভাপতি ছাত্রনেতা শায়েল আহমদ এর স্বাগত বক্তব্যে সূচিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ি সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান জুয়েল, উপজেলা তালামীযের সাবেক সাধারন সম্পাদক আবু সুফিয়ান রায়হান, পৌর তালামীযের সাধারন সম্পাদক রায়হান উদ্দিন, ফয়সাল আহমেদ, আরাফাত ইসলাম’সহ প্রমূখ।

সকাল ১১টা ২০ মিনিটে শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা থেকে হবিগনজ রোড হয়ে মিলাদুন্নবী (সা.) র‌্যালি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রিয়নবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার অগণিত নাত-এর সুমধুর সুরে শ্রীমঙ্গল শহরের আকাশ বাতাস মুখরিত করে তুলে। হাজারও আশিকে রাসূল ছাত্রজনতার কণ্ঠে উচ্চারিত হয় নবী মোহাম্মদ (সা.)-এর শানে- সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এমন অগণিত নাত রাসূলে মুখরিত হয় শ্রীমঙ্গলের আকাশ বাতাস। পরিশেষে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালিটি মাদরাসায় সমবেত হয়ে মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।